আবার পাকিস্তানের ভোলবদল। এবার তারা জানিয়ে দিল কুলভূষণ মামলায় ভারতের সঙ্গে কোনোওরকম সমঝোতা করবে না। আন্তর্জাতিক আদালতের নির্দেশ দিক না কেন, তারা পাকিস্তানের সংবিধান মেনেই পদক্ষেপ করবে, বিচার করবে। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র এ কথা জানিয়েছেন। কুলভূষণ যাতে পাক আদালতে আবেদন করতে পারে তারজন্য ইমরান খান সরকার আইন সংশোধন করতে চলেছে — এই খবরের সত্যতা নেই বলেও তারা জানিয়েছে। কুলভূষণ মামালায় পাকিস্তান ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছে বলে আন্তর্জাতিক আদালত আগেই জানিয়েছিল। বারবার নিজেদের প্রকাশিত তথ্য অস্বীকার করায় নয়াদিল্লির বিদেশ মন্ত্রকও ক্ষুব্ধ। তারা ফের আন্তর্জাতিক আদালতের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছে।
