প্রশাসন মানুন বা নাই মানুক, মিডিয়া যথাযথ গুরুত্ব দিক বা নাই দিক; বাস্তব হল, ডেঙ্গির তান্ডব চলছে। মৃত্যু চলছে। কোনও কোনও অঞ্চলে আক্রান্তের সংখ্যা একগুচ্ছ। ব্লিচিং দিলে এই মশা মরছে না। এর উল্টো ফলে ক্ষতি হচ্ছে। কোনো মৃত্যু হলেই ডেঙ্গি ঢাকার চেষ্টা হচ্ছে। ডেঙ্গিতে মৃত্যু, মানতে ভয় পাচ্ছেন সংশ্লিষ্টরা। ফলে ডেঙ্গি ইস্যু চাপা দেওয়ার চেষ্টায় বিপদ আরও বাড়ছে।
