২২শের দুপুরে মমতাদিদি আর হাসিনাদিদির জন্য সৌরভস স্পেশাল। নিজে বসে ঠিক করেছেন দুপুরের স্পেশাল লাঞ্চের মেনু। সৌরভের কথায় বাংলা আর বাংলাদেশ, দু জায়গার ফুড হ্যাবিট প্রায় এক। তাই মেনু বানাতেও সুবিধা হয়েছে। কী থাকছে সেই মেনুতে?

বাসমতী চালের ভাত, ডাল, কড়কড়ে আলু ভাজা, মাছের পাঁচ রকমের রেসিপি, মাংসের তিন রকমের পদ, চাটনি, দই, রসগোল্লা, সন্দেশ। এর বাইরেও থাকছে নানা ধরণের স্ন্যাক্স, দার্জিলিঙের চাও।


প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে সৌরভের বিশেষ উপহার তো থাকছেই। তারমধ্যে বিখ্যাত ব্র্যান্ডের শাড়ি থাকবে না, তা কি হয়? সে সবের প্রস্তুতি, কেনাকাটা, সাজানো পর্ব নিয়ে সিএবিতে এখন দম ফেলবার জো নেই। সাজো সাজো হাওয়া।

আরও পড়ুন-দিদি ইজ গ্রেট, বললেন সৌরভ, জানুন ২২শের গোলাপি বিপ্লবের কথা

