দিদি ইজ গ্রেট, বললেন সৌরভ, জানুন ২২শের গোলাপি বিপ্লবের কথা

দিদির কোনও তুলনা হবে না। মমতাদিদি ইজ গ্রেট। বাংলার সৌরভ, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডন্ট সৌরভের মুখে রাজ্যের মুখ্যমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা। কারণ, গোলাপি টেস্টকে রঙিন করতে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, তাতে অভিভূত বাংলার মহারাজ।

সত্যি কথা বলতে কি গোলাপি টেস্টকে গোলাপি বিপ্লবের জায়গায় নিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট সৌরভ। টেস্টের দিন থেকেই গোটা স্টেডিয়াম গোলাপি রঙে ঢেকে যাবে। মাঠের আলো গোলাপি। ইডেনের বিখ্যাত স্কোর বোর্ডও গোলাপি। ইন্ডোর ক্রিকেটেও গোলাপির ছোঁওয়া। পিঙ্ক ম্যাসকট, পিঙ্ক হিলিয়াম বল, টিকিটও গোলাপি।

আর ইডেনের বাইরে শহিদ মিনার, টাটা সেন্টার, ফর্টি টু, গাড়ি রাখার পার্কিং এলাকা, সরকারি ভবনগুলি, গঙ্গার বুকে ফেরি, সবেতেই গোলাপির ছোঁওয়া। সিএবির প্রেসিডেন্টের প্রথম গোলাপি বিপ্লব।

আরও পড়ুন-টিকিট নিয়ে হাহাকার, ধুন্ধুমার ইডেন

 

Previous articleএকনজরে কালিয়াগঞ্জ বিধানসভা
Next articleরিয়্যালিটি শো-তে অশরীরীর অস্তিত্ব! আদালতে বিজ্ঞান মঞ্চ