কং-এনসিপি আলোচনা শেষ, কাল থেকে বৈঠক শিবসেনার সঙ্গে

মহারাষ্ট্রে স্থায়ী সরকার গড়া নিয়ে কংগ্রেস ও এনসিপির মধ্যে কয়েকটি পর্যায়ে হওয়া বৈঠক শেষ হয়েছে বৃহস্পতিবার। আলোচনা সফল ও ঐকমত্য হয়েছে বলে দাবি করেছে দুই দলই। কমন মিনিমাম প্রোগ্রামের খসড়া নিয়েও প্রায় একমত দুই দল। মহারাষ্ট্রে সরকার গড়ার সিদ্ধান্ত ও শিবসেনার সঙ্গে জোটে অনুমোদন দিয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। কংগ্রেস নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান বলেছেন, শুক্রবার থেকে মুম্বইতে শুরু হবে শিবসেনার সঙ্গে বৈঠক। কংগ্রেস, এনসিপি দুই দলের নেতারাই শিবসেনার সঙ্গে আলোচনা চালাবেন। এই প্রক্রিয়া শেষ হলে তিন দলের শীর্ষ নেতৃত্ব সরকার গড়ার দাবি জানাবেন। সর্বশেষ পরিস্থিতি নিয়ে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের মন্তব্য, উইকএন্ডেই সবাই ভাল খবর পেয়ে যাবেন।