Thursday, August 21, 2025

আজ সারাদিন ইডেনে কি হবে? দেখে নিন এক ঝলকে

Date:

Share post:

আর কিছুক্ষণের মধ্যেই ইডেনে শুরু হয়ে যাবে ঐতিহাসিক পিঙ্ক টেস্ট। যার উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অসংখ্য তারকা, প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা। সবমিলিয়ে ক্রিকেটের নন্দনকানন তারায় তারায় ভরে যাবে।

আজ ইডেনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা হচ্ছে তা দেখে নিন এক ঝলকে —

১. প্রথমে পুলিশ ব্যান্ড শো

২. এইচআইভি আক্রান্ত শিশুদের হাত ধরে মাঠে প্রবেশ করবেন দু’দলের ক্রিকেটাররা।

৩. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে প্রবেশ করবেন এবং দু’দেশের ক্রিকেটারদের সঙ্গে পরিচয়পর্ব সারবেন।

৪. দুপুর 12 টায় বিশেষ সোনার কয়েন হবে টস

৫. টস-এর পর দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলা ভাষায় জোড়া জাতীয় সংগীত।

৬. ইডেনে ঘন্টা বাজিয়ে প্রথম দিনের খেলার সূচনা করবেন হাসিনা ও মমতা। থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বাংলাদেশের ক্রিকেট প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, শ্চীন তেণ্ডুলকার, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকার-সহ বিশিষ্টরা।

৭. খেলা শুরু হবে দুপুর একটায়

৮. প্রথম ব্রেক হবে তিনটেতে। ৪০মিনিটের। ভারতীয় ক্রিকেটের পাঁচ নক্ষত্র শচীন-সৌরভ রাহুল লক্ষণকে নিয়ে মাঠে চ্যাট শো।

৯. ৩.৪০-এ শুরু হবে দ্বিতীয় সেশন।

১০. দ্বিতীয় ব্রেক ৫.৪০ মিনিটে। কুড়ি মিনিটের। প্রাক্তন ভারতীয় অধিনায়কদের গাড়ি করে ইডেন প্রদক্ষিণ করানো হবে। থাকবেন ক্রীড়াজগতের অন্য নক্ষত্ররা।

১১. ম্যাচ শেষে রাত আটটার পর গান শোনাবেন রুনা লায়লা।

১২. এরপর ২০০০ সালে সৌরভের নেতৃত্বে ভারত-বাংলাদেশের মধ্যে হওয়া প্রথম টেস্ট ম্যাচের দুই দেশের ক্রিকেটারদের সংবর্ধিত করা হবে। সংবর্ধিত করবেন শেখ হাসিনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়।

১৩. এরপর সংবর্ধিত করা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

১৪. সবশেষে সঙ্গীত পরিবেশন করবেন বাংলার ছেলে জিৎ গঙ্গোপাধ্যায়।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...