টসে জিতে ব্যাটিং বাংলাদেশের

ভারতে প্রথম দিন-রাতের টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ। গোলাপি বলে খেলার ক্ষেত্রে ইডেনের পিচে প্রথমে ব্যাটিং নেওয়ার মমিনুল হকের সিদ্ধান্ত যথেষ্ট সাহসী বলে মনে করছে ক্রিকেট মহল। কারণে, এই প্রথম পিঙ্ক বলে ম্যাচ হচ্ছে। তার সঙ্গে এদিনের ম্যাচে খেলা যত গড়াবে তত ‘ডিউ ফ্যাক্টর’ একটা বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। তারকা খচিত ইডেনে ম্যাচ। মাঠে উপস্থিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শচীন তেন্ডুলকর, সুনীল গাভাস্কার, কপিল দেব। খেলা শুরুর আগেই ইডেন গার্ডেন্স কানায় কানায় পূর্ণ। বহুদিন পর ক্রিকেট জ্বরে বলা ভালো ক্রিকেটের গোলাপি জ্বরে কাবু মহানগর।