মালদহে বাস ধর্মঘটে চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

স্ট্যান্ডে বাস ও ট্যাক্সি চালকদের বিবাদের জেরে শুক্রবার সকাল থেকেই চাঁচল-মালদহ রুটে বেসরকারি বাস ধর্মঘট শুরু হয়েছে। সকাল থেকে বাস না পেয়ে চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। মালদহ সদর, গাজোল, রতুয়া, সামসি , চাঁচল, হরিশ্চন্দ্রপুরে সর্বত্রই সমস্যায় পড়েছেন যাত্রীরা।

অন্যদিকে, বাসচালকদের নিরাপত্তা-সহ স্থায়ী বাস স্ট্যান্ডের দাবিতে এদিন প্রশাসনের দ্বারস্থ হচ্ছে বাস চালক সংগঠন। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখারও ইঙ্গিত দিয়েছে মালদহ বাস-মিনিবাস অ্যাসোসিয়েশনের সদস্যরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে নজরুল বাসস্ট্যান্ডে মালদহগামী এক বাস চালককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে ট্যাক্সি চালকদের বিরুদ্ধে। সেই ঘটনার কোনও সুরাহা না হওয়ার জেরেই এদিন বাস ধর্মঘট শুরু হয় বলে জানা গিয়েছে।

Previous articleআজই কি মহাজট কাটছে মহারাষ্ট্রে
Next articleটসে জিতে ব্যাটিং বাংলাদেশের