Thursday, May 15, 2025

চোট গুরুতর নয়, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো লিটন-নাঈমকে

Date:

Share post:

অবশেষে আশঙ্কার অবসান। ইডেন গার্ডেন্সে গোলাপি বলে দিনরাতের ঐতিহাসিক টেস্ট ম্যাচ বড়সড় অঘটন থেকে মুক্তি পেল। দুই বাংলাদেশি ক্রিকেটার ব্যাট করার সময় মাথায় চোট পান। এবং এই ম্যাচ থেকে ছিটকে যান। যেহেতু মাথায় চোট, তাই তিলোত্তমার বুকে ক্রিকেট উৎসবের মাঝেও কিছুটা আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু অবশেষে সেই আশঙ্কা মুক্ত হলো ইডেনের ঐতিহাসিক গোলাপি টেস্ট। মাথায় চোট পেয়ে মাঠ ছেড়ে ছিলেন লিটন দাস এবং নাঈম। কিন্তু তাঁরা এখন স্থিতিশীল। ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে।

দুই জনেরই হেলমেটে লেগেছিল ভারতের তারকা পেসার
মহম্মদ সামির বল। সামির আগুনে বল প্রথম আঘাত হানে লিটনের হেলমেটে। তারপরও খেলা চালিয়ে যান এই কিপার-ব্যাটসম্যান। আরও ৭ বল খেলার পর মাঠ ছাড়েন। সেখান থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

লিটনের মতোই সামির বিদ্যুৎ গতির বল সটান হেলমেটে লাগার পর খেলা চালিয়ে যান নাঈমও। আউট হওয়ার পর তিনিও যান হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করা হয় দু’জনকেই।

কোনওরকম ঝুঁকি না নিয়ে দু’জনকেই নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে। সেখানে রেডিওলজিস্ট ডা. সৌমিত্র ভট্টাচার্য ও নিউরোলজিস্ট ড. দীপ দাস দেখেন লিটনকে। সিটি স্ক্যান রিপোর্ট ও প্রাথমিক চিকিৎসার পর তাঁরা জানান, বাংলাদেশের এই ২৬ বছর বয়সী ব্যাটসম্যান স্থিতিশীল। তাঁর কিছুটা মাথা ব্যথা আছে। তবে সিটি স্ক্যানে অভ্যন্তরীণ কোনো চোটের চিহ্ন পাওয়া যায়নি।

নঈমও সুস্থ। তার সিটি স্ক্যান রিপোর্টেও কোনও অসঙ্গতি ধরা পড়েনি। তাই দু’জনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এই খবরে স্বস্তি ক্রিকেটমহলে।

spot_img

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...