ইডেনে ঐতিহাসিক গোলাপি টেস্টের কার্যত দিশেহারা বাংলাদেশ। তাদের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে শেষ হয়ে যায়। অন্যদিকে, ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে ২৪১ রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ার করে।

এমতাবস্থায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতোই গোলাপি বলে দ্বিতীয় ইনিংসেও আগুন ঝরাতে থাকেন ইশান্ত-উমেশ-সামিরা। দ্বিতীয় দিনের চা পানের বিরতির আগে দ্রুত দুই উইকেট হারিয়ে বসে টাইগাররা।

এখানেই শেষ নয়, প্রথম ইনিংসে বাংলাদেশের দুই ব্যাটসম্যান লিটন দাস ও উন্নয়ন বলের আঘাতে মাথায় চোট পেয়ে ম্যাচ থেকেই ছিটকে যান। দ্বিতীয় ইনিংসেও একই ঘটনার পুনরাবৃত্তি। এবার চোট পেলেন মহম্মদ মিঠুন।

রিভিউয়ে রক্ষা পাওয়ার পরের ডেলিভারিতেই ইশান্ত শর্মার বল ছোবল দিল মিঠুনের হেলমেটে। শরীর তাক করে আসা শর্ট বলে পজিশনেই যেতে পারেননি মিঠুন। বলের দিকে ছিল না চোখ। বল লাগে মাথার বা’পাশের হেলমেটে। মাথায় চোট, সেই আশঙ্কা থেকে ফিল্ডিং করতে থাকা ভারতীয় দলের ক্রিকেটাররাও সবাই ছুটে আসেন। মাঠে আসেন বাংলাদেশের ফিজিও জুলিয়ান কালেফাতো। কিছুক্ষণ পর অবশ্য আবার ব্যাটিং শুরু করেন মিঠুন।
