Wednesday, August 27, 2025

দ্বিতীয় দিনের শেষে 89 রানে লিড ভারতের

Date:

Share post:

ঐতিহাসিক পিঙ্ক টেস্টে ইশান্ত শর্মার বোলিং দাপটে দ্বিতীয় দিনের শেষে 89 রানে লিড করছে ভারত। এই ঐতিহ্যশালী পিঙ্ক টেস্ট ঘিরে গত একমাস ধরে উত্তেজনার পারদ চড়েছিল ক্রিকেটমহলে। প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলছে ভারত ও বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষে এগিয়ে রয়েছে কোহলি ব্রিগেড।

টস জিতে শুক্রবার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। কিন্তু তাঁর সেই সিদ্ধান্তের মর্যাদা রাখতে পারেননি দলের ব্যাটসম্যানেরা। তবে ভারতের বিরুদ্ধে বোলিং বিভাগে নিজেদের মান রক্ষা করেছে বাংলাদেশ।

যদিও বাংলাদেশ বোলারদের মোক্ষম জবাব দিয়েছেন কোহলি, তবুও বাকি ভারতীয় ব্যাটসম্যানেরা সেভাবে পিঙ্ক টেস্টে দাগ কাটতে পারলেন না। ব্যর্থ হয়েছেন দলের দুই ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়াল। তিরিশের গণ্ডি পেরোতে পারেননি তাঁরা। পরবর্তীকালে চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে হাফ সেঞ্চুরি করলেও খেলার হাল আসলে ধরেন ক্যাপ্টেন কোহলিই। তিনি তাঁর টেস্ট কেরিয়ারের ২৭তম সেঞ্চুরি করলেন এই পিঙ্ক টেস্টে। ১৩৬ রানে ত্থমকে যান বিরাট।

কিন্তু তাঁর সাজঘরে ফেরার পর আর কেউই ক্রিজে সেভাবে টিকে থাকতে পারলেন না। পরপর উইকেট হারায় টিম ইন্ডিয়া। অবশেষে নয় উইকেটে যখন দলের স্কোর ৩৪৭, তখন ডিক্লেয়ার ঘোষণা করেন বিরাট।

এর ফলে দ্বিতীয় ইনিংস খেলতে নামে বাংলাদেশ। আর নেমেই শূন্য রানে উইকেট হারায় পদ্মা পাড়ের দেশ। ঠিক তার পরেই মাত্র ছয় রান যখন বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে যোগ হয়েছে, তখন ইমরুল কায়েস সাজঘরে ফিরে যান। তারপর খালি হাতে বাংলাদেশ অধিনায়ককে ফিরিয়ে দেন ইশান্ত শর্মা।

প্রসঙ্গত, সদনাম খান ও কায়েসকেও প্যাভিলিয়নে পাঠান ইশান্তই। যখন ইশান্ত-উমেশদের বোলিং দাপটে নড়বড়ে হয়ে যাচ্ছিল বাংলাদেশ, ঠিক তখন আরও খারাপ সময় যেন এল বাংলাদেশ ড্রেসিংরুমে। দ্বিতীয় দিনেও ভারতীয় বোলারদের বল হেলমেটে লেগে আহত হয়েছেন প্রথমে মহম্মদ মিঠুন ও খেলার প্রায় শেষ লগ্নে এসে বিপক্ষ দলের বাউন্সার সামলাতে না পেরে হেলমেটে লেগে আহত হন মুশফিকুর রহিম। তবুও খেলা চলে। দিনের শেষে 6 উইকেট হারিয়ে 152 রান করে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষে 89 রানে লিড করছে টিম ইন্ডিয়া।

spot_img

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...