রাজ্যের জমি নীতির দরুণ পুরুলিয়ায় ডিভিসির তাপবিদ্যুৎ প্রকল্পে দীর্ঘসূত্রিতা

রাজ্যের জমিনীতির দরুণ সমস্যায় ডিভিসি। জমির মালিকদের থেকে জমি কিনতে গিয়ে দামের যেমন বিস্তর হেরফের ঘটছে, তেমনি রয়েছে কিছু আমলাতান্ত্রিক জটিলতা। এ ব্যাপারে রাজ্যের সাহায্য চেয়েছে সংস্থা। উল্লেখ্য, ২০১৫ সালে ডিভিসি খাগড়া-জয়দেব কয়লা ব্লক পায়। এই ব্লকে ১০কোটি টন কয়লা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

পুরুলিয়ার রঘুনাথপুর তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য কয়লা খননের প্রয়োজন। দরকার ৩৬০০ একর। কিন্তু তা না পাওয়ায় ডিভিসি অসন্তোষ ঢেকে রাখেনি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সরাসরি জমির মালিকদের থেকে কিনতে গিয়েই সমস্যা। বহু জায়গায় জমি নিয়ে গ্রামবাসীদের সঙ্গে দরাদরিতে সমস্যা হচ্ছে। বাজার দর অনুযায়ী প্রতি একর ১৪লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু তা মানতে রাজি নয়। রাজ্য এ ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিক চায় ডিভিসি কর্তারা।