স্বামী সরে যাওয়ার পরই স্ত্রী’র আবেগঘন পোস্ট

স্বামী’র ‘দু:সময়ে’ স্ত্রী’র আবেগঘন কবিতা, সঙ্গে একরাশ মনের কথা।

মহারাষ্ট্রে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ফেলেছিলেন দেবেন্দ্র ফড়নবিশ। কিন্তু রাজনৈতিক কূটকচালিতে শেষরক্ষা হয়নি৷ ফড়নবিশকে ইস্তফা দিতে হয়েছে মুখ্যমন্ত্রীর পদ থেকে৷

স্বামীর এই দুঃসময়ে পাশে দাঁড়ালেন স্ত্রী অম্রুতা৷ গত ৫ বছর স্বামী যেহেতু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন, তাই তিনিও ছিলেন রাজ্যের ফার্স্ট লেডি৷ ভেবেছিলেন, আরও পাঁচ বছর থাকবে সেই মর্যাদা। কিন্তু তা আর হলোনা। ফলে স্বামীর মতো অম্রুতাও খুইয়েছেন ‘ফার্স্ট লেডি’-র পদ।

আর তারপরই দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অম্রুতা ফড়নবিশ ট্যুইটরে লিখলেন একটি কবিতা৷ তিনি লিখেছেন,”আমরা আবার ফিরে আসবো৷ নিয়ে আসব একরাশ টাটকা বাতাস৷ এটা হেমন্ত, কালের পরিবর্তনের অপেক্ষা”।

হিন্দিতে এই ছোট্ট কবিতা ছাড়াও তিনি লিখেছেন আরও অনেক কথা। লিখেছেন, গত ৫ বছরের অভিজ্ঞতা খুবই সুখের ছিল৷ যা ভালবাসা পেয়েছি তাতে আমি আপ্লুত৷ আশা করি আমি আমার কাজ ঠিক করে করতে পেরেছি এবং রাজ্যবাসীকে নিরাশ করিনি৷ আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি৷ আপনাদের ‘বহিনি’র (মারাঠিতে বৌদিকে বলা হয়) ভূমিকা পালন করতে পেরে খুবই খুশি আমি৷