নাট্যমেলার উদ্বোধনে ‘দীনবন্ধু মিত্র’ পুরস্কারে সম্মানিত হলেন ব্রাত্য বসু

রবীন্দ্র সদনে উদ্বোধন হয়ে গেল ১৯তম নাট্যমেলার। এই অনুষ্ঠানে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দফতরের মন্ত্রী তথা বিখ্যাত নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসুকে এ বছর নাটকের সর্বোচ্চ সম্মান ‘দীনবন্ধু মিত্র’ পুরস্কার তুলে দেওয়া হয়। ল ‘শম্ভু মিত্র’ পুরস্কারে সম্মানিত করা হয় অশোকনগর নাট্যমুখের নির্দেশক অভি চক্রবর্তীকে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্পিতা ঘোষ, ঊষা গাঙ্গুলি, গৌতম হালদার, দেবেশ চট্টপাধ্যায়, অভি চক্রবর্তী-সহ বাংলা থিয়েটার জগতেও একঝাঁক নক্ষত্র।

প্রসঙ্গত,২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলা এই নাট্যমেলায় বিভিন্ন নাট্যমঞ্চে ভিন্ন স্বাদের নাটক পরিবেশিত হবে। ‘টালিগঞ্জ স্বপ্নমৈত্রী’র ‘লুকোচুরি’ নাটক দিয়েই ১৯তম কলকাতা নাট্যমেলার অন্তরঙ্গ নাটকের সূচনা। যা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে তৈরি।