একেই বোধ হয় বলা হয় দিনে দুপুরে ডাকাতি। এক মিনিটের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব ৩০,৬৫০ টাকা। ঘটনায় কলকাতা লেদার কমপ্লেক্স থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত গ্রহণ করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে লেদার কমপ্লেক্স থানা এলাকার এক তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী অফিস পার্টির জন্য একটি পাঁচতারা হোটেলে টেবিল বুক করার জন্য ইন্টারনেটে সার্চ করেন। ওই কর্মীর অভিযোগ, হোটেলের নম্বরে ফোন করে তিনি জানতে পারেন ফোন মারফৎ টেবিল বুক করা সম্ভব। তার জন্য গুগল পে-এর সাহায্যে ১০ টাকা টোকেন দিতে হবে। কথা মতো ওই নম্বরে ইউপিআই-এর মাধ্যমে ১০ টাকা পাঠান তিনি। ওই নম্বর থেকে বলা হয়, এক মিনিট ধরে থাকুন। বলা হয়, আপনার বুকিং নেওয়া হয়ে গিয়েছে। কিন্তু তারপরই ওই কর্মী দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে কাটা গিয়েছে ৩০,৬৫০ টাকা। এরপরই গোটা ঘটনা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমেছে পুলিশ। তবে গোটা ঘটনার দায় এড়িয়ে গিয়েছে অভিযুক্ত হোটেল।
