রাজ্যগুলি পেঁয়াজ না কেনায় ৫০% পচে গিয়েছে!

পেঁয়াজের দাম ১০০টাকা পেরিয়েছে, আর সে নিয়ে রাজ্য আর কেন্দ্রের মধ্যে চাপান-উতোর শুরু হয়ে গেল। কেন্দ্রীয় খাদ্য ও অসামরিক পরিবহন দফতরের মন্ত্রী রামবিলাস পাসোয়ানের দাবি, রাজ্যগুলি যথাসময়ে কেন্দ্রের কাছ থেকে পেঁয়াজ কেনেনি। কেউ কিনেছে কেউ কেনেনি। যার ফলে প্রায় ৫০% পেঁয়াজ পচে গিয়েছে। আর এই কারণেই পেঁয়াজের দাম হু-হু করে বেড়েছে। দাম কমাতে বহু পদক্ষেপ করা হয়েছে। তবে সবটা কেন্দ্রের হাতে নেই। পাল্টা রাজ্য সরকারের তরফে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন যে সময় যে জিনিস দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে না। দু’টাকা কেজি চাল, কিংবা আলুর টাকা দেওয়া হচ্ছে না। ফলে পেঁয়াজের ক্ষেত্রেও তাই হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সবকিছুতেই নিয়মের খাতা খুলেছে কেন্দ্র। ফলে পেঁয়াজের ক্ষেত্রেও যে একই জিনিস হবে তা বলার অপেক্ষা রাখে না। ১২ ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানি হবে বলে জানা গিয়েছে।

Previous articleকেরিয়ারের দৌড়ে মাঝপথে থামলেন গডফ্রে গাও
Next articleফের ইন্টারনেট জালিয়াতি, গায়েব হাজার হাজার টাকা