Tuesday, November 18, 2025

বাড়াবাড়ি করছেন রাজ্যপাল, ধনকড়কে আক্রমণ মন্ত্রীদের!

Date:

Share post:

রাজ্য বিধানসভায় সংবিধান দিবস উদযাপন উপলক্ষে 4 রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। রাজ্যপাল জাগদীপ ধনকড়-এর দাবি ছিল, তিনি অপমানিত। চ্যালেঞ্জের মুখে কাজ করতে হচ্ছে তাঁকে। তবে তাঁর মান-অভিমান বা ক্ষোভের কথা, সংবিধান দিবস বলতে চান না। সঠিক সময় মত উত্তর দেবেন তিনি আগেই বলেছিলেন। সেই ভাবেই আজ, বুধবার সকালে ঠিক সেখান থেকেই যেন শুরু করলেন ধনকড়। একের পর এক টুইট করলেন। প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রীর সৌজন্যবোধ নিয়ে।

টুইটে ধনখড় লেখেন, “আমার সবচেয়ে অদ্ভূত লাগল, যখন আমি বিধানসভায় গেলাম, মুখ্যমন্ত্রী উদাসীন রইলেন। আমি যখন বি আর আম্বেদরের মূর্তিতে মালা দিতে যাচ্ছিলাম,তখনও বিধানসভার নেতা হিসাবে এগিয়ে আসেননি মুখ্যমন্ত্রী। আমি এটা আশা করিনি। আমি সবার সঙ্গে কথা বলেছি, যাঁরা সৌজন্য দেখাতে এগিয়ে আসেন। আমি কখনওই কাউকে সৌজন্য দেখাতে কুণ্ঠাবোধ করি না। বিশেষত মুখ্যমন্ত্রী, যাঁর প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা অগাধ। আমি স্তম্ভিত হয়ে গেলাম, মুখ্যমন্ত্রী পুরোপুরি উদাসীন রইলেন।”

তবে ছেড়ে কথা বলা পাত্র নন, রাজ্য সরকারের বিধায়ক- মন্ত্রীরাও। রাজ্যপালের বিতর্কিত টুইটের পরই আসরে নামেন তিন মন্ত্রী। বিধানসভার অধিবেশনে দাঁড়িয়েই নাম না করে ধনকড়কে বিঁধলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “সংবিধানের সত্তর বছর পূর্তির পরও আমাদের ব্যবহার জমিদারের মত। লাটসাহেবের মত। সংবিধান এই অধিকার কি তাঁকে দিয়েছে? নির্বাচিত সরকারি প্রধানকে হেয় করা কি সাংবিধানিক?”

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “রাজ্যপাল কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে কাজ করতে পারেন না। এখানে দেখলাম প্রধানমন্ত্রীর নাম নেওয়া হল,কিন্তু রাজ্যের সম্পর্কে বলা হল না। এটা রাজ্যপালের পদকে কলঙ্কিত করা।”

থেমে থাকেননি চন্দ্রিমা ভট্টাচার্যও। প্রশ্ন তুলেআইনমন্ত্রী বলেন, “যেভাবে কাল রাজ্যপাল বলেছেন তারপর টুইট করেছেন, বোঝাই যাচ্ছে যে কে কার সঙ্গে কী ব্যবহার করেছে! এই প্রশ্ন তো উঠতেই পারে আজকের দিনে তাঁর পদের প্রয়োজনীয়তা আছে কি নেই?”

মন্ত্রীরা দাবি করেছেন, সাংবিধানিক পদের মর্যাদা রক্ষা করতে পারছেন না রাজ্যপাল। কোথাও কোথাও নিরপেক্ষতাও লঙ্ঘিত হচ্ছে। বিশেষজ্ঞদের অনেকেও মনে করছেন ,বাড়াবাড়ি করছেন রাজ্যপাল। এবং তিনি কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদির দ্বারা প্রভাবিত।

spot_img

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...