Thursday, August 28, 2025

দল ভাঙাতে গিয়ে দলেই ভাঙন মহারাষ্ট্র বিজেপিতে

Date:

Share post:

যারা দল ভাঙিয়ে মহারাষ্ট্রে রাতের অন্ধকারের সরকার করতে চেয়েছিল, সেই বিজেপিতেই এবার ভাঙন পর্ব শুরু। মহারাষ্ট্রে মহানাটকের পর এবার মুখ খুললেন বিজেপির ওবিসি নেতা একনাথ খাড়গে। পরিষ্কার ভাষায় বলেছেন মহারাষ্ট্রের কুর্সি দখল করার জন্য রাতের অন্ধকারে যে পথ নেওয়া হয়েছিল, তা ‘ভুলে ভরা অঙ্ক’। মান-সম্মান ডুবেছে দলের। তাই দল ছাড়ার সিদ্ধান্ত কার্যত নিয়ে নিয়েছেন।

কোনওরকম রাখঢাক না করেই খাড়সে বলেছেন, শিবসেনা আমাকে অফার দিয়েছিল। ফলে এখন আমি বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছি। তার কারণ, বিজেপির মত একটা দল কী করে গন্ধ পাঁকের মধ্যে হাত দিল! যা গত সাত দিনে হয়েছে তাতে কর্মীদের মধ্যে অসন্তোষ এবং চাপা বিদ্রোহ তৈরি করেছে। সরাসরি নাম না করলেও অমিত শাহ এবং দেবেন্দ্র ফড়নবিশকে লক্ষ্য করে তিনি বলেছেন, দলের অধিকাংশ এই পদ্ধতি মানতে চায়নি। কিন্তু বহিষ্কারের ভয়ে চুপ করেছিল। একনাথকে ২০১৬ সালে পুনের জমি কেলেঙ্কারির জন্য দল থেকে বহিষ্কার করা হয়। পরে তাঁর মেয়ে বিজেপি প্রার্থী হয়ে ভোটের লড়েন, কিন্তু হেরে যান। সেই রাগ পুষে রাখার পর এদিন তা প্রকাশ্যে আসে। তাই বলেছেন ৪০বছর ধরে জনসঙ্ঘ আর বিজেপি করছি। তারপরও বলছি অজিত পাওয়ারের সঙ্গে হাত মেলানোর সবচেয়ে বড় ভুল। দুর্নীতির প্রশ্নে বিজেপির যে ভাবমূর্তি ছিল তা এক ঘটনায় ধুলিস্মাৎ হয়ে গিয়েছে।

spot_img

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...