Sunday, November 16, 2025

ছোট ভাই উদ্ধব ঠাকরেকে সহযোগিতা করা উচিত প্রধানমন্ত্রীর: শিবসেনা

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত “মহারাষ্ট্রে তাঁর ছোট ভাই তথা সদ্য মুখ্যমন্ত্রী হওয়া উদ্ধব ঠাকরকে সহযোগিতা করা”, এমনটাই নিজেদের সম্পাদকীয়তে লেখা হয়েছে শিবসেনা মুখপত্র ”সামনা”-য়।

বৃহস্পতিবার মুম্বইয়ের শিবাজি পার্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। এরপরেই প্রধানমন্ত্রীর উদ্দেশে এই বার্তা দিয়েছে শিবসেনার মুখপত্র। 6 মন্ত্রী সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে শিবসেনা প্রধান এবং এক সময়ের বন্ধু উদ্ধবকে ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷ মোদি বলেছেন,
“মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য উদ্ধব ঠাকরেজিকে অভিনন্দন জানাই। আমি আশাবাদী তিনি মহারাষ্ট্রের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিরলসভাবে কাজ করবেন”৷ এমনই টুইট করেছিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই টুইটের প্রতিক্রিয়ায় শুক্রবার শিবসেনার মুখপত্র ”সামনা”-র সম্পাদকীয়তে লেখা হয়, “মহারাষ্ট্রের রাজনীতিতে বিজেপি-শিবসেনা টানাপোড়েনের সম্পর্ক থাকলেও, নরেন্দ্র মোদি এবং উদ্ধব ঠাকরের মধ্যে ভাই-ভাইয়ের সম্পর্ক রয়েছে৷ সুতরাং, প্রধানমন্ত্রী হিসাবে মহারাষ্ট্রে থাকা তাঁর ছোট ভাইয়ের সঙ্গে সহযোগিতা করা মোদির দায়িত্ব”।

ক্ষমতার পিঠেভাগ নিয়ে টানাপোড়েনের কারণে মহারাষ্ট্রে বিজেপি- শিবসেনার জোট ভেঙে যায়৷ গত মাসে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি একক বৃহত্তম দল হিসাবে উঠে এলেও NCP এবং কংগ্রেসের সহায়তায় সে রাজ্যে সরকার গড়তে সক্ষম হয় শিবসেনা। তিন দল জোট গড়ে ওই সরকার প্রতিষ্ঠা করে এবং মুখ্যমন্ত্রী হন শিবসেনা প্রধান।

শিবসেনার মুখপত্র ”সামনা” এদিন বলেছে, প্রধানমন্ত্রী কোনও একটি দলের নন, তিনি পুরো দেশের। “মহারাষ্ট্রের জনগণ যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে দিল্লির সম্মান করা উচিত এবং চেষ্টা করা উচিত যাতে রাজ্য সরকারের স্থিতিশীলতা নষ্ট না হয়.’

সামনার সম্পাদকীয়তে বলা হয়েছে, “কেন্দ্রকে দ্রুত উন্নয়নের জন্য রাজ্যের সঙ্গে সহযোগিতা করতে হবে। মহারাষ্ট্রের কৃষকদের তাঁদের দুর্দশা থেকে মুক্ত করতে কেন্দ্রকে সাহায্য করতে হবে৷ দিল্লি অবশ্যই দেশের রাজধানী। তবে মহারাষ্ট্র দিল্লির দাস নয় এটা প্রমাণ করে বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে এখন মুখ্যমন্ত্রী হয়েছেন। ঠাকরে সরকার নিশ্চয়তা দিয়েছে, তারা নিজেদের মেরুদণ্ড অক্ষত রাখবে”,

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...