Wednesday, January 14, 2026

ছোট ভাই উদ্ধব ঠাকরেকে সহযোগিতা করা উচিত প্রধানমন্ত্রীর: শিবসেনা

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত “মহারাষ্ট্রে তাঁর ছোট ভাই তথা সদ্য মুখ্যমন্ত্রী হওয়া উদ্ধব ঠাকরকে সহযোগিতা করা”, এমনটাই নিজেদের সম্পাদকীয়তে লেখা হয়েছে শিবসেনা মুখপত্র ”সামনা”-য়।

বৃহস্পতিবার মুম্বইয়ের শিবাজি পার্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। এরপরেই প্রধানমন্ত্রীর উদ্দেশে এই বার্তা দিয়েছে শিবসেনার মুখপত্র। 6 মন্ত্রী সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে শিবসেনা প্রধান এবং এক সময়ের বন্ধু উদ্ধবকে ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷ মোদি বলেছেন,
“মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য উদ্ধব ঠাকরেজিকে অভিনন্দন জানাই। আমি আশাবাদী তিনি মহারাষ্ট্রের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিরলসভাবে কাজ করবেন”৷ এমনই টুইট করেছিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই টুইটের প্রতিক্রিয়ায় শুক্রবার শিবসেনার মুখপত্র ”সামনা”-র সম্পাদকীয়তে লেখা হয়, “মহারাষ্ট্রের রাজনীতিতে বিজেপি-শিবসেনা টানাপোড়েনের সম্পর্ক থাকলেও, নরেন্দ্র মোদি এবং উদ্ধব ঠাকরের মধ্যে ভাই-ভাইয়ের সম্পর্ক রয়েছে৷ সুতরাং, প্রধানমন্ত্রী হিসাবে মহারাষ্ট্রে থাকা তাঁর ছোট ভাইয়ের সঙ্গে সহযোগিতা করা মোদির দায়িত্ব”।

ক্ষমতার পিঠেভাগ নিয়ে টানাপোড়েনের কারণে মহারাষ্ট্রে বিজেপি- শিবসেনার জোট ভেঙে যায়৷ গত মাসে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি একক বৃহত্তম দল হিসাবে উঠে এলেও NCP এবং কংগ্রেসের সহায়তায় সে রাজ্যে সরকার গড়তে সক্ষম হয় শিবসেনা। তিন দল জোট গড়ে ওই সরকার প্রতিষ্ঠা করে এবং মুখ্যমন্ত্রী হন শিবসেনা প্রধান।

শিবসেনার মুখপত্র ”সামনা” এদিন বলেছে, প্রধানমন্ত্রী কোনও একটি দলের নন, তিনি পুরো দেশের। “মহারাষ্ট্রের জনগণ যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে দিল্লির সম্মান করা উচিত এবং চেষ্টা করা উচিত যাতে রাজ্য সরকারের স্থিতিশীলতা নষ্ট না হয়.’

সামনার সম্পাদকীয়তে বলা হয়েছে, “কেন্দ্রকে দ্রুত উন্নয়নের জন্য রাজ্যের সঙ্গে সহযোগিতা করতে হবে। মহারাষ্ট্রের কৃষকদের তাঁদের দুর্দশা থেকে মুক্ত করতে কেন্দ্রকে সাহায্য করতে হবে৷ দিল্লি অবশ্যই দেশের রাজধানী। তবে মহারাষ্ট্র দিল্লির দাস নয় এটা প্রমাণ করে বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরে এখন মুখ্যমন্ত্রী হয়েছেন। ঠাকরে সরকার নিশ্চয়তা দিয়েছে, তারা নিজেদের মেরুদণ্ড অক্ষত রাখবে”,

spot_img

Related articles

তেহরানের বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলে পরিণাম ভালো হবে না, হুঁশিয়ারি ট্রাম্পের

তেহরানের বিক্ষোভকারী যুবকের মৃত্যুদণ্ড যে কোন মুহূর্তে কার্যকরী করতে পারে ইরান (Iran) প্রশাসন। তেমনটা হলে ফল যে ভালো...

জানুয়ারির শেষেই শুরু একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং!

চলতি মাসে শেষেই শুরু হবে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। মেধাতালিকার ভিত্তিতে এই কাউন্সেলিং পর্বেই শিক্ষকরা বাছতে পারবেন স্কুলও...

জুনিয়র মিস ইন্ডিয়ার মুকুট বাংলার মেয়ের মাথায়!

জুনিয়র মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় (Junior Miss India Competition) একাধিক বিভাগে সাফল্য এনে আবারও দেশের দরবারে বাংলার মুখ উজ্জ্বল...

আদালতে জোর ধাক্কা শুভেন্দুদের! মিলল না নবান্নের সামনে ধর্না কর্মসূচির অনুমতি

ফের কলকাতা হাই কোর্টে (Caltutta High Court) জোর ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার,...