রেশনে মিলবে এবার মূল্যবান পেঁয়াজ

কয়েকদিন আগেই সেঞ্চুরি পার করেছে পেঁয়াজের দাম। বাজারে গিয়ে পেঁয়াজে হাত দিলেই ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের হাতে। কার্যত পেঁয়াজের দামের ঝাঁজে জেরবার সকলে। আর এবার তাই সেই আগুন নেভাতে কোমর বেঁধে নেমে পড়ল রাজ্য সরকার। রাজ্য খাদ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে যে, রেশন দোকানে চাল, গম, চিনির সঙ্গে এবার মিলবে পেঁয়াজ। এই উদ্যোগে আপাতত উপকৃত হবে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলি, এমনটাই আশা করছে রাজ্য সরকার।

জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকেই উত্তর ও দক্ষিণ কলকাতার রেশন দোকানগুলিতে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ পাওয়া যাবে। এই বিষয়ে গণবণ্টন দফতরের প্রধান সচিব মনোজ আগরওয়াল বলেছেন, ‘প্রথম দফায় উত্তর ও দক্ষিণ কলকাতার প্রায় 934টি রেশন দোকান থেকে সুবিধাজনক দামে পেঁয়াজ পাওয়া যাবে।’ পরবর্তীকালে জেলাগুলিতেও এই সুবিধা প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে। পেঁয়াজের অগ্নিমূল্য দামের সময় রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ফলপ্রসূ হবে, তা বলাই যায়।

Previous articleহায়দরাবাদের ঘটনা বিরাট ‘লজ্জাজনক’, প্রতিবাদে এগিয়ে আসার ডাক ক্যাপ্টেন কোহলির
Next articleনির্দেশ সার, গণপিটুনি চলছে, চলবে…