সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর আজ, রবিবার প্রথম বোর্ডের বার্ষিক সাধারণ সভা। মুম্বইতে বিসিসিআইয়ের সদর দফতরে এই বার্ষিক সাধারণ সভা হবে। যেখানে উপস্থিত থাকবেন সৌরভ সহ বোর্ডের অন্যান্য আধিকারিকরা। আজকের সভা থেকে উঠে আসতে পারে অনেক নয়া সিদ্ধান্ত। এমনকি মেয়াদ বাড়তে পারে সৌরভের।

হিসেব মতো নয় মাস পর ‘কুলিং অফ’-এ যাওয়ার কথা সৌরভের। কিন্তু বিসিসিআইয়ের সংবিধানের যদি কিছু পরিমার্জন রবিবারের সাধারণ সভায় করা সম্ভব হয়, তাহলে বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ বাড়তে পারে মহারাজের। শুধু তাই নয়, বিসিসিআইয়ের তরফ থেকে আইসিসিতে কে প্রতিনিধিত্ব করবে, তাও এদিনের সাধারণ সভা থেকে জানা যেতে পারে বলে বিসিসিআই সূত্রের খবর।
