আজ সারা দিনের মতো বন্ধ উল্টোডাঙা উড়ালপুল

আজ সারা দিনের মতো বন্ধ থাকবে উল্টোডাঙা উড়ালপুল। দিনভর চলবে উড়ালপুলে স্বাস্থ্যপরীক্ষার কাজ। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হবে বলে কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটির (কেএমডিএ)-র পক্ষ থেকে জানানো হয়েছে। শুধুমাত্র আজ রবিবার বলে বেশি মানুষকে ঝঞ্ঝাট পোহাতে হবে না বলেই মনে করা হচ্ছে। তবে তারা বেরিয়ে আসেন তাদের অবশ্যই জ্যামের মুখে পড়তে হচ্ছে।

সূত্রের খবর, উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার অঙ্গ হিসেবে বিবিডি (বেঙ্কেলম্যান বিম ডিফ্লেক্সন) টেস্ট হবে। এর মাধ্যমে ডেক স্ল্যাব ও কংক্রিটের মধ্যে ভাইব্রেশন খতিয়ে দেখা হবে। দিল্লির আইটিএল কোটেক্স সমীক্ষক সংস্থা বিবিডি টেস্টটি করবে।

আরও পড়ুন-হায়দরাবাদের ঘটনা বিরাট ‘লজ্জাজনক’, প্রতিবাদে এগিয়ে আসার ডাক ক্যাপ্টেন কোহলির

 

Previous articleবাড়তে পারে সৌরভের মেয়াদ
Next articleসারমেয়দের দেখভালের পারিশ্রমিক ৩০ লাখ! এই যোগ্যতাগুলি থাকলে আপনিও করতে পারেন এই চাকরি