এবার হায়দরাবাদ ধর্ষণ-খুন কাণ্ড নিয়ে মুখ খুললেন মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, তেলেঙ্গানার নারী পশুচিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় হেমা মালিনী বলেন, ‘আমরা প্রতিদিন নারীদের প্রতি এই ঘটনা ঘটতে শুনছি, নারীরা হয়রানির শিকার হচ্ছেন। আমার পরামর্শ হ’ল অপরাধীদের স্থায়ীভাবে কারাগারে রাখা, একবার তারা কারাগারে গেলে তাদের মোটেই মুক্তি দেওয়া উচিত নয়।’

BJP MP from Mathura, Hema Malini on rape & murder of woman veterinarian in Telangana: Everyday we are hearing these things happening to women, women being harassed. My suggestion is to keep the culprits in jail permanently, once they go in jail they should not be released at all. pic.twitter.com/WvonagkXhk
— ANI (@ANI) December 3, 2019