প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে জামিন দিল সুপ্রিম কোর্ট। আইএনএক্স মিডিয়া মামলায় জামিন পেলেন তিনি। ১০৫ দিন আগে তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার, সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে। তবে, এর সঙ্গে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। তদন্তে সহযোগিতা করতে হবেনথি বা প্রমাণ নষ্ট করার চেষ্টা করতে পারবেন না। সংবাদমাধ্যমের সামনে তিনি এই মামলা নিয়ে কোনও কথা বলবেন না। দেশ ছাড়তে পারবেন না। বুধবার সন্ধেয় অথবা বৃহস্পতিবার সকালে চিদম্বরম তিহাড় জেল থেকে বেরতে পারবেন।
