ফের আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে বিরাট

ফের একবার শীর্ষে বিরাট কোহলি। আইসিসি র‍্যাঙ্কিংয়ে স্টিভ স্মিথকে সরিয়ে এক নম্বরে উঠে এলেন বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে দুই সিরিজেই ব্যর্থ হয়েছেন স্মিথ। আর সেই সময়ে পিঙ্ক টেস্টে দুরন্ত সেঞ্চুরি করে স্মিথকে পেছনে ফেলে আবার আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন কোহলি।

বুধবার আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৯২৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে বিরাট। অন্যদিকে ৯২৩ রেটিং পয়েন্ট নিয়ে দু’নম্বরে নেমে গেলেন স্মিথ। ৮৭৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। চার নম্বরে চেতেশ্বর পূজারা। অ্যাডিলেডে অপরাজিত ৩৩৫ রানের ইনিংসের সৌজন্যে ১২ ধাপ ওপরে উঠে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার।