সম্প্রতি, কালিয়াগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের কাছে পর্যুদস্ত হয়েছে বিজেপি। অপ্রত্যাশিত এই হার নিয়ে দলের অভ্যন্তরে যে অভিযোগ-পাল্টা অভিযোগের পালা চলছে, তার ইঙ্গিত মিলল বিজেপির প্রাক্তন জেলা সভাপতি শংকর চক্রবর্তীর করা একটি ফেসবুক পোস্টে।

আজ, বুধবার ফেসবুকে একটি পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে মুখ খুলেছেন শংকরবাবু। তাঁর দাবি, কালিয়াগঞ্জ হারের দায় দেবশ্রী চৌধুরী তাঁর উপর চাপিয়েছেন। তিনি পেইড নিউজ করান বলে কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেছেন বলেও জানিয়েছেন তিনি। এই পোস্ট ঘিরে শুরু হয়েছে ব্যাপক জলঘোলা। এখনও বিজেপির জেলা নেতৃত্ব এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে উপনির্বাচনের পর থেকে গেরুয়া শিবিরের অন্দরে চাপা বিদ্রোহ শুরু হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।