সন্ধাতেই পেয়েছিলেন সুখবরটি। কিন্তু অনুগামীদের নিয়ে সেলিব্রেশনটা আর করতে পারলেন না। কলকাতা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন শিলিগুড়ির বিজেপি জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরী।

গতকাল, শুক্রবার রাতে বহরমপুরের ভাকুরি দিয়ে যাওয়ার পথে একটি দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে তাঁর গাড়ি। হাসপাতালে নিয়ে গেলে অভিজিৎবাবুকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনায় আরও তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
