বিধানসভায় তৃণমূলের বিক্ষোভ, রাজ্যপালকে “গো ব্যাক” স্লোগান

এসসি-এসটি কমিশন গঠন সংক্রান্ত বিলে সই করেননি রাজ্যপাল জাগদীপ ধনকড়, এই অভিযোগে তুলে আজ মঙ্গলবার বিধানসভায় ব্যাপক গোলমাল শুরু হয়। এদিন অধিবেশন শুরুর আগে বিধানসভায় আম্বেদকরের মূর্তির সামনে বিক্ষোভে শামিল হলেন তফসিলি জাতি-উপজাতিভুক্ত তৃণমূল বিধায়করা।

রাজ্যপাল কিসের স্বার্থে বিল আটকে রেখেছেন? এই অভিযোগ তুলে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন শাসক দলের বিধায়ক-মন্ত্রীরা। রাজ্যপালের বিরুদ্ধে “গো ব্যাক” স্লোগানও দেওয়া হয়। যদিও রাজভবন অবশ্য এই বিল আটকে রাখার কথা অস্বীকার করেছে।