Sunday, November 16, 2025

অসাংবিধানিক রাজ্যপাল, প্রতিবাদে রাজ্যসভা বয়কট তৃণমূলের

Date:

Share post:

রাজ্য বিধানসভার ইস্যু এবার উঠে এলো রাজ্যসভায়। রাজ্যপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রাজ্যসভা বয়কট করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তাঁদের স্পষ্ট দাবি, অবিলম্বে ডেকে পাঠাতে হবে রাজ্যপালকে। তাঁর অসাংবিধানিক আচরণের কৈফিয়ৎ চাইতে হবে কেন্দ্রকে।

মঙ্গলবার রাজ্যসভার অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূল সাংসদরা অভিযোগ জানাতে থাকেন পশ্চিমবঙ্গ বিধানসভায় সাংবিধানিক সংকট তৈরি করছেন রাজ্যপাল জাগদীপ ধনকড়। সাংসদ সুখেন্দু শেখর রায়ের অভিযোগ, রাজভবনে পাঠানো এসসি-এসটি বিলটি রাজ্যপাল স্বাক্ষর করে ছাড়েননি। সাংসদদের অভিযোগ একইভাবে বেশকিছু বিল রাজ্যপাল আটকে রাখায় দুদিন বিধানসভার অধিবেশন বন্ধ রাখতে হয়। রাজ্যপাল কোনও সংশোধনী চাইলে জানাতে পারতেন। কিন্তু তিনি তা না করে বিলটি আটকে রেখেছেন এবং বিধানসভার চালানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। তাই কেন্দ্রের উচিত তাঁকে ডেকে এই ঘটনার জবাব চাওয়া। উত্তেজিত সাংসদরা ওয়েলে নেমে আসেন। প্রতিবাদ জানাতে থাকেন। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বলেন, রাজ্যপালের বিষয়ে সংসদের আলোচনা করা যাবে না। তাঁদের নিজের আসনে ফিরে যেতে বলেন। কিন্তু তা সত্ত্বেও তাঁরা প্রতিবাদ জারি রাখায় রাজ্যসভা টিভির সম্প্রচার বন্ধ করে দিতে বলেন স্পিকার নাইডু। প্রতিবাদে সভা ত্যাগ করেন তৃণমূল সাংসদরা। সুখেন্দু শেখর রায় বলেন রাজ্যপাল সংবিধান না মেনে বিজেপি নেতার মতো আচরণ করছেন। এই জিনিস মেনে নেওয়া যায় না। আমাদের প্রতিবাদ বিধানসভা থেকে সংসদ, সব জায়গায় চলবে। এদিন বিধানসভাতে এই বিলের ইস্যুতে বেনজিরভাবে তৃণমূল বিধায়করা বিধানসভা কক্ষের বাইরে এসে প্ল্যাকার্ড হাতে রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ দেখান।

আরও পড়ুন-কংগ্রেসকে কেন সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দল বললেন অমিত শাহ?

 

spot_img

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...