নাগরিকত্ব বিল সিলেক্ট কমিটিতে যাচ্ছে না৷ বুধবার ভোটাভুটির প্রথম প্রক্রিয়ায় এই ইস্যুতে জয় পেয়েছে সরকার পক্ষ৷

রাজ্যসভায় এখন শুরু হয়েছে নাগরিকত্ব বিল নিয়ে ভোট। প্রথমেই এই বিল সিলেক্ট কমিটিতে পাঠানো হবে কি না, তা নিয়ে ভোট হয়। তাতে শাসক পক্ষের জয় হয়েছে। অর্থাৎ সিলেক্ট কমিটিতে না পাঠানোর পক্ষে রায় দিয়েছে রাজ্যসভা। এবার বিল পাশ নিয়ে ভোট চলছে৷



