Sunday, January 11, 2026

মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না, স্পষ্ট জানালেন রাহুল

Date:

Share post:

‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না। স্পষ্ট জানালেন সাংসদ রাহুল গান্ধি। উলটে এবিষয়ে নরেন্দ্র মোদির একটি পুরনো উক্তিকে হাতিয়ার করেছেন কংগ্রেস নেতা। নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায়, দিল্লিকে ‘ধর্ষণের রাজধানী’ বলে সম্বোধন করছেন মোদি। রাহুল বলেন, তাঁকে ক্ষমা চাইতে হলে, আগে এই মন্তব্যের জন্য মোদির ক্ষমা চাওয়া উচিত।

বৃহস্পতিবার, ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়ার’-র স্লোগানকে কটাক্ষ করে কংগ্রেস নেতা বলেন, দেশ ‘রেপ ইন ইন্ডিয়ায়’ পরিণত হয়েছে। এনিয়ে শুক্রবার, লোকসভায় তুমুল হৈ হট্টগোল হয়। স্মৃতি ইরানি রাহুলের শাস্তির দাবি করেন। তাঁকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেন বিজেপি সাংসদরা। হট্টগোলের জেরে দিনের মতো লোকসভার অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার।
সংসদের বাইরে রাহুল গান্ধি বলেন, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। এরপরেই নিজের মন্তব্যের সপক্ষে তিনি জানান, সংবাদ মাধ্যমে প্রতিদিনই একাধিক ধর্ষণের খবর দেখা যায়। রাহুল পালটা অভিযোগ করেন, নাগরিকত্ব আইন নিয়ে যখন উত্তর-পূর্ব ভারতে তুমুল বিক্ষোভ চলছে, তখন সেটার থেকে নজর সরাতেই এটা নিয়ে জলঘোলা করা হচ্ছে।
রাহুলের পাশে দাঁড়িয়েছেন ডিএমকে সাংসদ কানিমোঝি। সংসদে তিনি বলেন, মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে সমর্থন করেন তাঁরা। চান দেশের অর্থনীতি মজবুত হোক। কিন্তু দুর্ভাগ্য মেক ইন ইন্ডিয়া হচ্ছে না। দেশে ধর্ষণ বাড়ছে। সেই কথাই বলতে চেয়েছেন রাহুল গান্ধি। কংগ্রেস সাংসদরাও এই মন্তব্য নিয়ে রাহুল গান্ধিকে সমর্থন জানিয়েছেন।

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...