“ভারত-ব্রিটেন এক হয়ে কাজ করবে”, বরিসকে অভিনন্দন মোদির

ব্রিটেনের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়ে ফের ক্ষমতায় আসীন হতে চলেছে বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি। বিরাট এই সাফল্যের পরই বরিস জনসনকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জনসনকে অভিনন্দন জানিয়ে টুইটার বার্তায় মোদি বলেন, “সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয় লাভ করায় বরিস জনসনকে অভিনন্দন। আমি তাঁর ভবিষ্যৎ সাফলতা কামনা করছি। আশা করি, ভারত ও যুক্তরাজ্য এক হয়ে কাজ করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে।”

এখনও পর্যন্ত প্রাপ্ত ফল অনুযায়ী, ৬৫০টি আসনের মধ্যে ৬৪২টি আসনের ভোট গণনা শেষ হয়েছে। সেখানে ৩৫৮টি আসন পেয়ে নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে কনজারভেটিভ পার্টি। এককভাবে সরকার গঠন করতে কনজারভেটিভদের প্রয়োজন ছিল ৩২০টি আসন। এখন পর্যন্ত কনজারভেটিভরা পেয়েছে মোট ভোটের ৪৩ শতাংশেরও বেশি ভোট।

ভোটের ফলাফল যে এমন হতে চলেছে, সেটা গতকাল ভোট গ্রহণ পর্ব মেটার পরই বুথ ফেরত সমীক্ষায় আভাস দিয়েছিল বিবিসি। প্রসঙ্গত, ব্রিটেনের ইতিহাসে বুথ ফেরত সমীক্ষা কোনোদিন ভুল প্রমাণিত হয়নি।

Previous articleসোম, মঙ্গল মমতার মিছিল, রবিবার থেকে পথে তৃণমূল
Next articleমন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না, স্পষ্ট জানালেন রাহুল