Tuesday, August 26, 2025

NRC-CAA বিরোধী আন্দোলনের নতুন স্লোগান বেঁধে দিলেন মমতা

Date:

Share post:

NRC-CAA বিরোধিতা নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রেড রোড থেকে জোড়াসাঁকো বিশাল প্রতিবাদ মিছিল করার পর মঙ্গলবার যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত পদযাত্রা করেন তিনি। এখানেই শেষ নয়, বুধবার ফের হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত হাঁটবেন তৃণমূল নেত্রী। এবং কেন্দ্রীয় সরকার তার শাসক দলের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের ঘোষণা করেন তিনি।

মমতার কথায়, রাস্তায় নেমে আন্দোলনের মতো জড়ালো প্রতিবাদ আর নেই। বাংলায় সবাই সবাইকে ভালবাসে। এই ভালবাসাই মানুষের ধর্ম। এটাই দেশের-বাংলার সংস্কৃতি। শান্তিপূর্ণভাবে আন্দোলনের ডাক দেওয়ার পাশাপাশি সেই আন্দোলনের ভাষা ও রূপরেখাও তৈরি করে দিলেন মমতা। বলা ভালো, আন্দোলনের নতুন স্লোগান বেঁধে দিলেন তিনি।

এদিন মুখমন্ত্রী দলীয় নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি ছাত্র-যুব বা এই আন্দোলনে যাঁরা বা যেসমস্ত সংগঠন সামিল তাঁদের উদ্দেশে NRC-CAA বিরোধী বেশকিছু স্লোগান বেঁধে দেন তিনি। যাতে এই আন্দোলন মূল ফোকাস থেকে বেরিয়ে না গিয়ে সঠিক পথে চালিত হয়।

তিনি বলেন, “এই আন্দোলনের মাধ্যমে আমাদের একমাত্র দাবি NRC এবং CAA- করতে দেওয়া যাবে না। আমি আগামী দিনে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে কিছু নতুন স্লোগান বলে দিচ্ছি। শুধুমাত্র এই স্লোগানগুলি দিয়েই এই আন্দোলন চলবে।” এরপরই মঞ্চ থেকে মমতা সেই স্লোগানগুলি দেন এবং সকলকে সেই স্লোগানের সঙ্গে গলা মেলাতে বলেন। একইসঙ্গে মমতা সবাইকে নিজের নিজের নাম লিখে ব্যাচ তৈরি করতে বলেন। সেখানে লিখতে বলেন, “NO NRC”, “NO CAB”, “NO CAA”. তিনি নিজেও এদিন সেই ব্যাচ পরেছিলেন।

দেখে নিন NRC-CAA বিরোধী আন্দোলন নিয়ে মমতার নতুন স্লোগান—

“NRC নেহি চলেগা, নেহি চলেগা”
“CAB নেহি চলেগা, নেহি চলেগা”
“CAA নেহি চলেগা, নেহি চলেগা”

“NRC লজ্জা, লজ্জা”
“CAB লজ্জা, লজ্জা”
“CAA লজ্জা, লজ্জা”

“আমার সবাই নাগরিক”

“We are Citizen”

“NRC মানছি না, মানবো না”
“CAB মানছি না, মানবো না”
“CAA মানছি না, মানবো না”

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...