Saturday, November 15, 2025

NRC-CAA বিরোধী আন্দোলনের নতুন স্লোগান বেঁধে দিলেন মমতা

Date:

Share post:

NRC-CAA বিরোধিতা নিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রেড রোড থেকে জোড়াসাঁকো বিশাল প্রতিবাদ মিছিল করার পর মঙ্গলবার যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত পদযাত্রা করেন তিনি। এখানেই শেষ নয়, বুধবার ফের হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত হাঁটবেন তৃণমূল নেত্রী। এবং কেন্দ্রীয় সরকার তার শাসক দলের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের ঘোষণা করেন তিনি।

মমতার কথায়, রাস্তায় নেমে আন্দোলনের মতো জড়ালো প্রতিবাদ আর নেই। বাংলায় সবাই সবাইকে ভালবাসে। এই ভালবাসাই মানুষের ধর্ম। এটাই দেশের-বাংলার সংস্কৃতি। শান্তিপূর্ণভাবে আন্দোলনের ডাক দেওয়ার পাশাপাশি সেই আন্দোলনের ভাষা ও রূপরেখাও তৈরি করে দিলেন মমতা। বলা ভালো, আন্দোলনের নতুন স্লোগান বেঁধে দিলেন তিনি।

এদিন মুখমন্ত্রী দলীয় নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি ছাত্র-যুব বা এই আন্দোলনে যাঁরা বা যেসমস্ত সংগঠন সামিল তাঁদের উদ্দেশে NRC-CAA বিরোধী বেশকিছু স্লোগান বেঁধে দেন তিনি। যাতে এই আন্দোলন মূল ফোকাস থেকে বেরিয়ে না গিয়ে সঠিক পথে চালিত হয়।

তিনি বলেন, “এই আন্দোলনের মাধ্যমে আমাদের একমাত্র দাবি NRC এবং CAA- করতে দেওয়া যাবে না। আমি আগামী দিনে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে কিছু নতুন স্লোগান বলে দিচ্ছি। শুধুমাত্র এই স্লোগানগুলি দিয়েই এই আন্দোলন চলবে।” এরপরই মঞ্চ থেকে মমতা সেই স্লোগানগুলি দেন এবং সকলকে সেই স্লোগানের সঙ্গে গলা মেলাতে বলেন। একইসঙ্গে মমতা সবাইকে নিজের নিজের নাম লিখে ব্যাচ তৈরি করতে বলেন। সেখানে লিখতে বলেন, “NO NRC”, “NO CAB”, “NO CAA”. তিনি নিজেও এদিন সেই ব্যাচ পরেছিলেন।

দেখে নিন NRC-CAA বিরোধী আন্দোলন নিয়ে মমতার নতুন স্লোগান—

“NRC নেহি চলেগা, নেহি চলেগা”
“CAB নেহি চলেগা, নেহি চলেগা”
“CAA নেহি চলেগা, নেহি চলেগা”

“NRC লজ্জা, লজ্জা”
“CAB লজ্জা, লজ্জা”
“CAA লজ্জা, লজ্জা”

“আমার সবাই নাগরিক”

“We are Citizen”

“NRC মানছি না, মানবো না”
“CAB মানছি না, মানবো না”
“CAA মানছি না, মানবো না”

spot_img

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...