Sunday, January 11, 2026

তাঁর নামে ফেক ভিডিও চালানোর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বুধবার ধর্মতলায় NRC-CCA বিরোধী মঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নামে ফেক ভিডিও চালিয়ে প্রচার করা হচ্ছে বলে প্রচার করেন মমতা।

তাঁর কথায়, “আমার নামে ফেক ভিডিও চালাচ্ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আবার সেই ভিডিও নিয়ে কথা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা রটাচ্ছেন। আমি বলি, না জেনে মিথ্যা কথা বলবেন না। কিছু লোক আবার সংবিধানের পদে বসে মিথ্যা টুইট করছে।”

এরপর তৃণমূল নেত্রী জানান, তিনি কংগ্রেসে থাকার সময় ১৯৯৩ সালে আন্দোলন করেছিলাম ভুয়ো ভোটার কার্ডের বিরুদ্ধে। রাইটার্স অভিযান করেছিলেন ২১ জুলাই। সেখানে পুলিশের গুলিতে ১৩জন যুব কংগ্রেস কর্মী মারা গিয়েছিল। কিন্তু সেটাকে অন্যভাবে চালাচ্ছে বিজেপি। তার দাবি, বিজেপির টাকায় ফেক ভিডিও হয়।

এরপরই হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “সহজ ভাবে নেবেন না। দেখবেন সবাইকে তাড়াতে গিয়ে আপনারাও কোনওদিন তাড়া খাচ্ছেন। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমি ভয় পাই না। ছোট থেকে আন্দোলন করছি। আপনাদের মতো বড় নেতা না হতে পারি, কিন্তু সম্মান আছে। সহ্যের একটা সীমা আছে।”

এদিন নাম না করে মুখ্যমন্ত্রী বামেদের NRC ও CAA নিয়ে আন্দোলনকেও কটাক্ষ করেন। তাঁর দাবি, মিথ্যা স্লোগান দিয়ে যারা রাস্তায় নামছে, তাদের আন্দোলন করার দরকার নেই।

পাশাপাশি এদিন তৃণমূল নেত্রী এই আন্দোলনের আগামী কর্মসূচিও জানিয়ে দেন। বৃহস্পতিবার বিকেলে রানি রাসমণি রোডে ছাত্র-যুবদের নিয়ে সমাবেশ থাকবেন তিনি। পরেরদিন শুক্রবার পার্কসার্কাস ময়দানে তাঁর সভা। সবাইকে সেদিন আসার অনুরোধ করেন তিনি। একইসঙ্গে প্রশাসনকে নির্দেশ দেন, তাঁর কোনও সভার জন্য যেন রাস্তা বন্ধ না হয়। সাধারণ মানুষকে সমস্যায় ফেলে কোনও সভা তিনি করবেন না বলেও জানান।

আরও পড়ুন-রোহিত-রাহুলের সেঞ্চুরি, ভারত দুশো পার

 

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...