“ভারতের সংবিধান সুপ্রিম। এটা দেশের সব রাজনৈতিক দল এবং নাগরিকই জানেন। ভারতের সংসদে পাশ হওয়া আইন নিয়ে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ হয়, সেটা সংবিধানের গরিমার উপর আক্রমণ। CAA অনুযায়ী, কোনও ভারতীয় নাগরিকই নাগরিকত্ব থেকে বঞ্চিত হবেন না।”

শুক্রবার শহরে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে CAA এবং রাজ্যের পরিস্থিতি নিয়ে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী, নারী ও শিশুকল্যান মন্ত্রী স্মৃতি ইরানি।

তিনি আরও বলেন, “বিষয়টি নিয়ে যারা গন্ডগোল করছেন বা যাদের সাহায্য করছে রাজ্য সরকার, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন। নাগরিকদের আবেদন করছি কোনওরকমের গোলমালে জড়াবেন না। সংবিধান অনুযায়ী ভারতীয় নাগরিক সবসময় সুরক্ষিত থাকবেন, এটা এনডিএর প্রতিশ্রুতি।”
