রোজভ্যালি কাণ্ডে এবার সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখে কলকাতার আরেক পুলিশ কমিশনার। শুক্রবার, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার গৌতমমোহন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বারোটা নাগাদ সিবিআই দফতরে যান তিনি।
২০১০-এ কলকাতা পুলিশ কমিশনার থাকাকালীন রোজভ্যালি-র তদন্ত হয়। সেই সময় তদন্ত কতটা এগিয়েছিল তা নিয়ে গৌতমমোহন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে ডাকা হয়েছিল বলে সিবিআই সূত্রে খবর।
সিবিআই অফিস থেকে বেরিয়ে প্রাক্তন পুলিশ কমিশনার জানান, সিবিআইকে সবরকম সাহায্য করছেন। তবে তাঁর সময়কালে রোজভ্যালির বিরুদ্ধে কোনও থানাতেই অভিযোগ দায়ের হয়নি বলে দাবি গৌতমমোহনের।
