বড়দিন ও নববর্ষের ছুটিতে ভ্রমণ পিপাসু বাঙালির জন্য সুখবর! এই সময়ে ৬ জোড়া স্পেশাল ট্রেন চালাবে ইস্টার্ন রেল। কলকাতা-পুরী-কলকাতা স্পেশাল ট্রেন বড়দিন ও ইংরাজি নতুন বছরের ছুটিতে যাত্রী চাপ কমাতে ৬ জোড়া কলকাতা-পুরী-কলকাতা সুপারফাস্ট স্পেশাল ট্রেন চালাবে ইস্টার্ন রেলওয়ে।

ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনগুলি পুরীর উদ্দেশ্যে যাবে আগামী ২৪ ডিসেম্বর, ২৮ ডিসেম্বর ২০১৯ এবং ৪ জানুয়ারি, ১১ জানুয়ারি, ১৮ জানুয়ারি ও ২৫ জানুয়ারি ২০২০ তারিখে। অন্যদিকে, পুরী থেকে ট্রেনগুলি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে ২৫ ডিসেম্বর, ২৯ ডিসেম্বর ২০১৯ এবং ৫ জানুয়ারি, ১২ জানুয়ারি, ১৯ জানুয়ারি ও ২৬ জানুয়ারি ২০২০ তারিখে।

কলকাতা-পুরী সুপারফাস্ট স্পেশাল ট্রেনগুলি নির্দিষ্ট দিনগুলিতে রাত ১১.৫০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়বে। যেটি পুরী পৌঁছাবে পরদিন সকাল ৯.৩৫ মিনিটে। অন্যদিকে, পুরী-কলকাতা সুপারফাস্ট স্পেশাল ট্রেনগুলি নির্দিষ্ট দিনগুলিতে দুপুর ২টায় পুরী ছাড়বে এবং ওইদিনই রাত ১১.৫৫মিনিটে কলকাতা পৌঁছাবে বলে জানানো হয়েছে।
