আগামীকাল ২১ ডিসেম্বর ২০১৯ একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। হইতে পারে এই ট্রেনগুলির মধ্যে কোনও একটিতে আপনিও সফর করতে চলছিলেন। কিন্তু তা বাতিল হল। সেই কারণে, ঘর থেকে বেরোনোর আগে দেখে নিন কোন কোন এক্সপ্রেস বাতিল হল, সেটা আপনার ট্রেন ছিল না তো?

১৩০৩৩ আপ হাওড়া-কাটিহার এক্সপ্রেস, ১৩০৩৪ ডাউন কাটিহার-হাওড়া এক্সপ্রেস, ১৩১৪১ আপ শিয়ালদহ-নিড় আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস, ১৩১৪২ ডাউন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস, ১৩১৪৫ আপ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস, ১৩১৪৬ ডাউন রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস, ১৩১৬৩ আপ শিয়ালদহ- হাটে বাজারে এক্সপ্রেস, ১৩১৬৪ ডাউন হাটে বাজারে-শিয়ালদহ এক্সপ্রেস,১৩৪৬৫ আপ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, ১৩৪৬৬ ডাউন মালদা টাউন ইন্টারসিটি-হাওড়া এক্সপ্রেস, ১৩৪২২ ডাউন মালদা টাউন-নবদ্বীপ ধাম এক্সপ্রেস এবং ২২ ডিসেম্বর ২০১৯ তারিখের ১৩৪২১ আপ নবদ্বীপ ধাম-মালদা টাউন এক্সপ্রেস বাতিল করা হল।



