সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তিন মাসের মধ্যে অযোধ্যায় রামমন্দির ট্রাস্ট গঠনের কাজ শেষ করবে কেন্দ্র সরকার। জানালেন বিজেপি সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অযোধ্যা ট্রাস্টে তাঁর ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের থাকার সম্ভাবনা নাকচ করে দেন শাহ। বলেন, এই ট্রাস্টে বিজেপির কোনও প্রতিনিধি থাকবেন না। অমিত জানান, রামমন্দির গঠনে সরকার থেকে একটা পয়সাও খরচ করা হবে না। বিদেশের ও দেশের অসংখ্য মানুষের অর্থসাহায্যে নির্মাণ করা হবে অযোধ্যায় রামলালার মন্দির।
