পশ্চিমবঙ্গে নির্বাচনী লাভের কথা ভেবে তাঁরা এনআরসি বা নাগরিকপঞ্জি করার কথা বলছেন না। এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, দেশের নাগরিকদের রেজিস্টার বানানোর কাজটা কোনও নির্বাচনী বিষয় নয়, অনেক বড় ও গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের বিষয়। দুনিয়ায় কোন দেশ আছে যেখানে নাগরিকদের পরিচয়পত্র থাকে না? যে কেউ অনুপ্রবেশ করলেই নাগরিক বলে আমাদের মানতে হবে? এনআরসি শুধু বাংলার ইস্যু নয়, এটা হলে গোটা দেশেই হবে। 1985 সালে কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীই প্রথমে অসম তারপর গোটা দেশে এনআরসির কথা বলেছিলেন। এখন কংগ্রেস বিরোধিতা করছে কোন মুখে? এটা ওদের ভাবনা ছিল, আমরা বাস্তবায়িত করছি। এনআরসি নিয়ে নীতীশকুমারের আপত্তি প্রসঙ্গে শাহ বলেন, এই বিষয়ে আমরা আলোচনা করব, কথা বলব। আধার কার্ড নাগরিক পরিচয়পত্র হতে পারে কিনা তা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধারের অন্য উদ্দেশ্য বা উপযোগিতা আছে। কিন্তু আধার কখনও নাগরিকের পরিচয়পত্র হতে পারে না।
