এনআরসি, এনপিআর, সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং আট জানুয়ারি শ্রমিকদের সাধারণ ধর্মঘটের সমর্থনে শুক্রবার দুপুরে কংগ্রেস ও বাম দলগুলির যৌথ মিছিল হবে কলকাতায়। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মহাজাতি সদন পর্যন্ত মিছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, নাগরিকত্ব ইস্যুতে সরকার অসত্য কথা বলে বিভ্রান্তি বাড়াচ্ছে। মানুষকে আতঙ্কিত করা হচ্ছে, সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে রাস্তায় নেমে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।
