Monday, August 25, 2025

“প্রতিবাদীদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে”, যোগী আদিত্যনাথ

Date:

Share post:

উত্তরপ্রদেশে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভকারীদের দমাতে প্রশাসনের কঠোর পদক্ষেপকে যোগী সরকার ‘ন্যায়সঙ্গত’ বলে দাবি করেছে৷ এই রাজ্যে বিক্ষোভের জেরে মৃত্যু হয়েছে ২১ জনের। অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশের চালানো গুলিতেই মৃত্যু হয়েছে তাঁদের। উত্তরপ্রদেশ সরকার CAA-এর বিরুদ্ধে পথে নামা প্রতিবাদীদের শায়েস্তা করতে যে দমনমূলক পথ অবলম্বন করেছে তা নিয়ে গোটা দেশ নিন্দা করলেও পুলিশ-প্রশাসনের পাশেই দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, “কঠোর পদক্ষেপের মাধ্যমেই রাজ্যে শান্তি ফিরিয়ে আনা গেছে, তাই এই দমনমূলক পদক্ষেপ ন্যায়সঙ্গত”৷ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ফলেই তাঁদের চুপ করানো গিয়েছে বলেই মনে করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷

রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয় থেকে একটি টুইট করা হয়। সেখানে বলা হয়েছে,
“প্রত্যেক অশান্তি সৃষ্টিকারী হতবাক। প্রত্যেক সমস্যা সৃষ্টিকারী হতবাক। যোগী আদিত্যনাথের কঠোরতা দেখে প্রত্যেকে চুপ করে গেছেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, জনগণের সম্পত্তি যাঁরা নষ্ট করবে তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে। হিংসার পথ বেছে নেওয়া প্রত্যেক বিক্ষোভকারী এখন কান্নাকাটি করছে, কারণ উত্তরপ্রদেশের যোগী সরকার খুব কঠোর”৷
এই টুইটের হ্যাশট্যাগ ছিল # গ্রেট_সিএম যোগী।
অন্য একটি টুইটে লেখা হয়, কীভাবে সহিংস প্রতিবাদকে দমন করা উচিত তার একটি উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে যোগী সরকার৷

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...