“নোটবন্দির ব্যর্থতা থেকে কেন্দ্রের বিন্দুমাত্র শিক্ষা হয়নি৷ নোটবন্দির থেকেও বেশি দেশের ক্ষতি করবে এই নাগরিকত্ব আইন”৷

কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে, শনিবার CAA নিয়ে বিজেপির বিরুদ্ধে ফের সরব সাংসদ রাহুল গান্ধী৷
তিনি বলেছেন, “এই CAA নোটবন্দির থেকেও দেশের বেশি ক্ষতি করবে৷ এর জেরে গরীব মানুষদের এমন ক্ষতি হতে চলেছে যে তারা নোটবন্দিও ভুলে যাবেন” ৷
ডিটেনশন ক্যাম্প নিয়ে নিজের বক্তব্যে এদিনও অনড় থাকলেন রাহুল। দিনকয়েক আগে প্রধানমন্ত্রী দাবি করেছেন, দেশের কোথাও কোনও ডিটেনশন সেন্টার নেই। বৃহস্পতিবারই সেই দাবিকে নস্যাৎ করে ট্যুইটে রাহুল দাবি করেন, “ডিটেনশন ক্যাম্প নিয়ে মিথ্যা বলছেন প্রধানমন্ত্রী। অসমের গোয়ালপাড়ায় ডিটেনশন ক্যাম্পে রয়েছে”৷ শনিবারও নিজের সেই বক্তব্যে অনড় থাকলেন রাহুল।
বৃহস্পতিবার BBC-র একটি ভিডিও ট্যুইট করেন রাহুল। ভিডিওটি অসমের মাটিয়ায় ডিটেনশন ক্যাম্পের। এর পাশাপাশি দিল্লির রামলীলা ময়দানে মোদির ভাষণের একাংশও ট্যুইট করেন রাহুল৷ যেখানে মোদি বলছেন, দেশে কোনও ডিটেনশন ক্যাম্প নেই বলে বুক ঠুকে বলেছিলেন প্রধানমন্ত্রী।
মিথ্যা খবর ছড়ানোর জন্য, কংগ্রেস ও শহুরে নকশালদের তোপও দেগেছিলেন মোদি। অসমের ডিটেনশন ক্যাম্পের ছবি দেখিয়ে, মোদিকেই পাল্টা মিথ্যেবাদী প্রমাণের কৌশল নেন রাহুল।

আরও পড়ুন-৩ জানুয়ারি উত্তরবঙ্গে সর্বকালের সেরা মিছিল করার লক্ষ্যে ঝাঁপিয়েছে তৃণমূল, থাকবেন মমতা
