দেশের ছাত্র মহলের পাশাপাশি এই রাজ্যের ছাত্র সমাজও NRC-CAA এবং জামিয়া-মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠেছে। তাই শহরের বুকে লাগাতার প্রতিবাদ-বিক্ষোভে সামিল হয়েছে ছাত্রছাত্রীরা। সোমবারও কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার রানি রাসমণি রোড পর্যন্ত একটি বিরাট প্রতিবাদ মিছিল করে শহর ও জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

এই মিছিলে যেমন যেমন ছিল “আজাদী” স্লোগান, ঠিক তেমনইভাবে NRC-CAA-NPR নিয়ে মোদি-অমিত শাহ ও বিজেপির বিরুদ্ধে ধিক্কার। ছাত্রছাত্রীদের হাতে এই শান্তি মিছিলে ছিল জাতীয় পতাকা।

তবে এদিন মিছিলের শুরুতেই ছিল এক অভিনব প্রতিবাদ।প্রতীকী ডিটেনশন ক্যাম্প বানিয়ে মিছিলে হেঁটেছে একদল ছাত্র। যা সকলের নজর কেড়েছে।
