Saturday, August 23, 2025

ভাটপাড়া পুরসভা বিজেপির ছিল, বিজেপিরই থাকবে! দাবি দিলীপের

Date:

Share post:

সম্প্রতি অনাস্থা ভোট জিতে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভা পুনর্দখল করে তৃণমূল কংগ্রেস। আর এই অনাস্থা ভোটকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করে বিজেপি। যা এখনও বিচারাধীন। সোমবার ডিভিশন বেঞ্চে ফের এই মামলার শুনানি হবে। এরই মধ্যে অবশ্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দেন, ভাটপাড়া পুরসভা বিজেপির ছিল, বিজেপির থাকবে। তবে আদালতের আইনি বিষয় এবং বিজেপি কাউন্সিলরদের পরবর্তী পদক্ষেপ কী হবে তা স্থানীয় নেতৃত্বের উপর ছেড়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। এদিন রাজ্য বিজেপির কর্মশালা শেষে এমনটাই জানালেন দিলীপ ঘোষ।

এদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের তত্ত্বাবধানে আগামী পুরভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে। সোমবার কলকাতা পুরসভার দলীয় কাউন্সিলর এবং কলকাতার বিধায়করা বৈঠকে মিলিত হয়েছিলেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ” কলকাতা পুরসভায় পুরোপুরি লড়াইয়ের জন্য প্রস্তুত বিজেপি। এবং সেটা নিজেদের দলীয় সংগঠন ও কর্মী-সমর্থকদের নিয়েই। বাইরে থেকে ভাড়া করা কোনও লোক নিয়ে নয়।”

আগামী সপ্তাহে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। রাজ্য বিজেপি সভাপতি জানান মোদীর সঙ্গে তাঁদের সাক্ষাৎ হবে কিনা, তা নিয়ে এখন চূড়ান্ত আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। কারণ, প্রধানমন্ত্রী সরকারি কাজ এই শহরে আসছেন, কোনও দলীয় কাজে নয়।

আরও পড়ুন-‘মোদি কি পাকিস্তানের রাষ্ট্রদূত, শুধু ওই দেশের কথাই বলে যাবেন?” শিলিগুড়িতে কটাক্ষ মমতার

spot_img

Related articles

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...