আগামী 19 ফেব্রুয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন। গণনা ও ফল ঘোষণা হবে পরের দিন,20 ফেব্রুয়ারি। একইসঙ্গে কলা, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং,তিন বিভাগেই হবে নির্বাচন।

দু’বছর পর ফের রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে। প্রেসিডেন্সিতে ছাত্রভোট হয়ে গিয়েছে । এবার যাদবপুরে হবে ছাত্রভোট।

এ বছর যাদবপুরের ছাত্রভোটে যুক্ত করা হয়েছে নতুন নিয়ম। এতদিন যাদবপুরের ছাত্রভোটে কলা, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতেন। এবার থেকে এম.ফিল পড়ুয়ারাও ভোট দিতে পারবেন। তবে খুবই গুরুত্বপূর্ণ, এ বছরের ভোটে অকৃতকার্য পড়ুয়ারা ভোটের প্রার্থী হতে পারবেন না। অর্থাৎ পাশ করতে না পেরে একই স্তরে রয়ে গিয়েছেন, এমন কেউ এবার ভোটে প্রার্থীই হতে পারবেন না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পড়ুয়ারাও।
