বর্ধমান রেল স্টেশনের অন্যতম প্রবেশদ্বার সংলগ্ন মূল ভবনের একাংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পর স্টেশনের যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভিড়ে ঠাসা স্টেশনে যাত্রীরা ছোটাছুটি শুরু করে দেন। প্রাথমিকভাবে দুই ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে বিল্ডিংয়ের একাংশ ভাঙল তা স্পষ্ট নয়। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে আছেন কিনা তা খোঁজা হচ্ছে। দমকল ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন। রেলের আধিকারিকরাও আছেন ঘটনাস্থলে।



