Wednesday, January 21, 2026

আহত ঐশী এইমসের ট্রমা সেন্টারে, নিন্দার ঝড়, কাল দেশ জুড়ে প্রতিবাদ

Date:

Share post:

ফি বৃদ্ধির আন্দোলন। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বিগত কয়েক মাস ধরেই এই আন্দোলনে উত্তাল। ফি বৃদ্ধি হয়েছিল প্রায় ৩০০%। মানতে নারাজ এসএফআইয়ের ছাত্র সংসদ। চলেছে ধরণা, আন্দোলন, মিছিল, টানা অবস্থান। এবার আরও চাপ দিতে রেজিস্ট্রেশন বয়কট শুরু হয়। প্রায় সাত হাজার পড়ুয়াদের মধ্যে ইতিমধ্যে দু’হাজার বয়কট করেছে। রবিবারই ছিল শেষ দিন। চাপে ছিল জেএনইউ প্রশাসন। এর ফাঁকেই এবিভিপির হুমকি চলছিল। আন্দোলন তুলে নিতে মারধর চলছিল।

শনিবার সেই পরিস্থিতি ক্রমশ ঘোরাল হয়। কিন্তু সরস্বতীপূরমের দিক দিয়ে যে বহিরাগতরা মেয়েদের হস্টেলে ঢুকে হামলা চালাবে, মাথা ফাটিয়ে দেবে, ভাঙচুর করবে তা ভাবনাতেও আসেনি। হাতে লাঠি, রড, মুখ ঢাকা। এরা কারা? এসএফ আইয়ের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস জানান, জেএনইউ প্রশাসন যারা পোশাকবিধি তৈরি করতে চায়, তারা মেয়েদের নিরাপত্তা দিতে পারে না। মেয়েদের হস্টেলে ছেলেরা ঢোকে কোন ফাঁক দিয়ে। এবিভিপি বলছে, আক্রমণকারীরা নাকি আমরাই! ওরা এবার গল্প লিখুক। রাতে ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ পিকেট বসে। প্রশ্ন কাদের নিরাপত্তা দিতে? মেরে মাথা ফাটিয়ে দেওয়া রক্তাক্ত সংসদের প্রেসিডেন্ট ঐশি ঘোষ বলেন, আমাকে নির্মমভাবে মেরেছে। ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলাম।
ভিডিওয় দেখা যাচ্ছে ছাত্রী হস্টেলে ঢুকে মারছে এবিভিপির দুষ্কৃতীরা। ছাত্রীদের আর্ত চিৎকার। প্রতিবাদে কাল, সোমবার, দেশ জুড়ে আন্দোলনে নামছে এসএফআই।

আহতদের এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এইমসের চিকিৎসক হরজিৎ সিং ভাট্টি জানাচ্ছেন ১৫জন হাসপাতালে ভর্তি হয়েছে। মারের ধরণ দেখে বোঝা যাচ্ছে লাঠি বা রডের মতো ভারী কিছু দিয়ে মারা হয়েছে। দুই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। ঐশি সহ গুরুতর আহত আর এক ছাত্রীকে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। এক অধ্যাপিকা সুচরিতা সেন বাঁচাতে গিয়ে আহত হন। তিনিও হাসপাতালে। ঠাণ্ডার মধ্যেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা বিক্ষোভে বসে। এবং কী আশ্চর্য বিগত সাতদিন ধরে হুমকি দেওয়ার পরেও এবিভিপি এই ন্যাক্কারজনক কাণ্ড ঘটিয়েও বিশ্ববিদ্যালয়ের বাইরে রয়েছে। পুলিশ এসে আইন বাঁচাচ্ছে, অভিযোগ পড়ুয়াদের।

spot_img

Related articles

বোমা মেরে পুরীর জগন্নাথ মন্দির ওড়ানোর হুমকি! বাড়ল নিরাপত্তা 

সকাল সকাল পুরীর জগন্নাথ ধামে বোমাতঙ্ক (Bomb threat in Puri Jagannath Temple)। বোমা মেরে মন্দির উড়িয়ে দেওয়া হবে...

স্বাস্থ্য ভবনের কাছে রাস্তায় বসে বিক্ষোভ আশা কর্মীদের, ব্যাহত যান চলাচল

সরকারি ছুটি, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে বুধের সকালে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানের জেরে সেক্টর ফাইভে ব্যাহত...

আজ একাদশ-দ্বাদশের নিয়োগের মেধাতালিকা প্রকাশ, চলতি মাসেই কাউন্সেলিং শুরুর সম্ভাবনা 

বুধবার প্রকাশিত হতে চলেছে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা (Final merit list for recruitment of teachers for class...

বসন্ত পঞ্চমীর আগে ঊর্ধ্বমুখী পারদ, স্বাভাবিকের উপরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা

উধাও শীত (Winter), বেলা বাড়তেই সোয়েটার গায়ের রীতিমতো ঘাম ঝরছে বঙ্গবাসীর। পশ্চিমী ঝঞ্ঝায় মাঘের শীত পুরোপুরি বেপাত্তা হওয়ায়...