মধ্যপ্রাচ্যে একের পর এক ঘটনা অব্যাহত। বুধবার ইরানের নিউক্লিয়ার প্লান্টের কাছেই প্রবল ভূকম্পন অনুভূত হয়েছে। আপাতভাবে এটিকে প্রাকৃতিক দুর্যোগ মনে হলেও চলতি পরিস্থিতিতে অন্য আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সংবাদসংস্থা সূত্রে খবর, ইরানের বুশেহরে আজ সকালে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল 4.9।
