ধর্মঘটের ছিটেফোঁটা প্রভাবও নেই বারুইপুরে

বাম-সহ বিভিন্ন সংগঠনের ডাকা ভারত বনধের কোনও প্রভাব পরল না দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর শহরে। অন্যান্য দিনের মতো এদিনও সকাল থেকেই স্বাভাবিক ছন্দে বারুইপুর-সহ পার্শ্ববর্তী এলাকা।

সমস্ত সরকারি-বেসরকারি অফিস থেকে শুরু করে ব্যাঙ্ক, দোকানপাট, বাজার, স্কুল-কলেজ সব খোলা রয়েছে বারুইপুরে। রাস্তার সব ধরনের গাড়ি চলছে। যদিও যাত্রীসংখ্যা অন্যদিনের তুলনায় একটু কম।

বারইপুর রেলওয়ে স্টেশনের ছবিটাও একই। এখানে কোনও অবরোধ নেই। নেই বামেদের কোনও মিছিল। তোরা শিয়ালদা দক্ষিণ শাখায় অন্যান্য স্টেশনে অবরোধের জন্য ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে। যার প্রভাব পড়েছে বারুইপুরেও। যদিও অন্যান্য দিনের মতো এদিনও অফিস যাত্রী ও নিত্যযাত্রীরা সকাল থেকেই ট্রেনের জন্য অপেক্ষা করছেন। তাই স্টেশন চত্বরেও যথেষ্ট মানুষের আনাগোনা রয়েছে।

Previous articleইরানের নিউক্লিয়ার প্লান্টের কাছে বিরাট ভূকম্পন!
Next articleধর্মঘটে চেন্নাই স্বাভাবিক, স্তব্ধ পুদুচেরি